শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পিপলস লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড বিগত তিন বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৯, ২০২০ ও ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই নো ডিভিডেন্ট লভ্যাংশ দেয় কোম্পানিটি।
সর্বশেষ ২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৪.৪০ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদের দায় (এনএভি) দাঁড়িয়েছে ১১৫.৩৪ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী অক্টোবর ডিজিটাল প্লাটফর্মে আহবান করা হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর।
স্টকমার্কেটবিডি.কম/বিএ