শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি তাদের ইউনিটহোল্ডারদের জন্য ২০১৪-১৫ হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই সব তথ্য জানা গেছে।
গতকাল শুক্রবার ফান্ডের সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব লভ্যাংশ অনুমোদন করা হয়।
সূত্র জানায়, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে সাড়ে ৭ শতাংশ রি-ইনভেস্টমেন্ট লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর ফান্ডের লভ্যাংশের রেকর্ড তারিখ।
ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডে ৬ শতাংশ রি-ইনভেস্টমেন্ট লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর ফান্ডের লভ্যাংশের রেকর্ড তারিখ।
স্টকমার্কেটবিডি.কম/এম/বি