সাম্প্রতিক উত্থানের পর গত সপ্তাহে দর সংশোধনে ছিল নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। সপ্তাহ শেষে শেয়ারদর ১১ দশমিক ৩৯ শতাংশ কমে যাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তালিকায় এক নম্বরে উঠে আসে পাট খাতের কোম্পানিটি। পাঁচ কার্যদিবস মিলিয়ে এ কোম্পানির ১ কোটি টাকারও বেশি শেয়ার হাতবদল হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, এক মাসেরও কম সময়ের ব্যবধানে শেয়ারের দর ২০০ থেকে ৩৫৬ টাকায় উঠে যাওয়ার পর গত সপ্তাহের শুরু থেকেই বিক্রয় চাপে পড়ে নর্দার্ন জুট।
গত বৃহস্পতিবার এর দর ৪ দশমিক ১৪ শতাংশ কমে ৩১৭ টাকায় নেমে আসে। গত এক মাসে এর সর্বনিম্ন দর ছিল ১৯৪ টাকা ও সর্বোচ্চ ১৫৬ টাকা। এক বছরে দরের এ সীমা ছিল ১৩৫ থেকে ৩৮৫ টাকা।
টানা আট বছর লোকসানে থাকার পর ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি ১ টাকা ৬৯ পয়সা মুনাফা (ইপিএস) দেখায় নর্দার্ন জুট।
স্টকমার্কেটবিডি.কম/এম