শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (বিবিএস) শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। এই কোম্পানির ধারাবাহিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
বিশ্লেষণে দেখা যায়, গত ১০ কার্যদিবসের মধ্যে মাত্র ২ দিন শেয়ারটির মূল্য কমেছে। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৪৫ টাকা ৩০ পয়সা থেকে ৫৩ টাকা ৬০ পয়সা পর্যন্ত। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৩০ পয়সা বা ১৮ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কতৃপক্ষ।
আজ বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ৫৫.২০ টাকা হতে ৫৩.২০ টাকায় লেনদেন হচ্ছে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর