দর বাড়ার শীর্ষে রয়েছে ড্রাগন সোয়েটার

dragonনিজস্ব প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর বাড়ার শীর্ষে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৫৯ শতাংশ দর বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা দরে লেনদেন হয়। আজ কোম্পানিটি ৩ হাজার ৩৭ বারে ৭৭ লাখ ৭৬ হাজার ৪৫টি শেয়ার লেনদেন করে।
দর বাড়ার দ্বিতীয় স্থানে থাকা রতনপুর স্টিল রি-রোলিং মিলসের ৫ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ দর বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৭৪ বারে ৫৩ লাখ ৪ হাজার ৪৭৬টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের ৯০ পয়সা বা ৫ দশমিক ৯২ শতাংশ দর বেড়েছে।
দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বে-লিজিং, প্রিমিয়ার লিজিং, ইভিন্স টেক্সটাইল, আর্গন ডেনিম, ফরচুন সু, ফ্যাস ফিন্যান্স ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *