স্টকমার্কেটবিডি ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (১৪ মার্চ) রহিমা ফুড করপোরেশনের শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে। এ কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, রহিমা ফুডের শেয়ার সর্বশেষ ২৪২ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির মোট ১৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে আছে দেশ গার্মেন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। এ কোম্পানির শেয়ার সর্বশেষ ১২১ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে। দেশ গার্মেন্টসের মোট ৫৫ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে আছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৫২ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে—বিডি ল্যাম্পস, ফাইন ফুডস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, আলহাজ্ব টেক্সটাইল, প্রিমিয়ার ব্যাংক, ভ্যানগার্ড এএম রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড ও সোনালী আঁশ।
স্টকমার্কেটবিডি.কম/