দিনশেষে দুই এক্সচেঞ্জেই কমেছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১১২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৯৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৩ কোটি ৭০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৩০ কোটি ৩৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩০৪টির আর অপরিবর্তিত আছে ৪৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফুয়াং সিরামিকস, সেন্ট্রাল ফার্মা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, মুন্নু ফেব্রিকস,গোল্ডেন সন, ফরচুন সুজ, আফতাব অটোস, বেষ্ট হোল্ডিংস, বিএটিবিসি ও বিডি থাই এলুমিনিয়াম।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯৪.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৫০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৭০টির ও দর অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ৭২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ইষ্টার্ণ ব্যাংক ও বিএটিবিসি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *