স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ৫০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ৬৭ লাখ ২৪ হাজার ৫৯০টি শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় স্থানে উঠে আসা রবি আজিয়াটা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৭৮ লাখ টাকার।
তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকা বাংলা ফাইন্যান্সের ১৬ কোটি ৭৪ লাখ, বেক্সিমকো ফার্মার ১৫ কোটি ৮৮ লাখ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৯১ লাখ, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৪৯ লাখ, লাফার্জ হোলসিমের ১১ কোটি ৮৯ লাখ, আইএফআইসি ব্যাংকের ১১ কোটি ১০ লাখ ও বিএটিবিসি লিমিটেডের ১১ কোটি ৩ লাখ টাকা শেয়ার।
স্টকমার্কেটবিডি.কম/রিমা