দিনশেষে লেনদেনের সাথে সূচকের উত্থাণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের উত্থাণ হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯১৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫০০ কোটি ২৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৯৭ কোটি ৩২ লাথ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৮টির আর অপরিবর্তিত আছে ৬১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – এনআরবি ব্যাংক, এমারেল্ড ওয়েল, জেনেক্স ইনফোসিস, টেকনো ড্রাগস, অগ্নি সিস্টেমস, এশিয়াটিক ল্যাব, ফারইষ্ট নিটিং, যমুনা ওয়েল, মিডল্যান্ড ব্যাংক ও ফার্ষ্ট প্রাইম মি. ফান্ড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ২৩.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৫৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৭৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৫১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৫ কোটি ৮৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও এনআরবি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *