স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৮০ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৫৩ কোটি ৩০ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭৪টির আর অপরিবর্তিত আছে ৬৭টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, লিন্ডে বিডি. বিচ হ্যাচারি, ফারইষ্ট নিটিং, এশিয়ান টাইগার ফান্ড, মিডল্যান্ড ব্যাংক, রবি আজিয়াটা, হাক্কানী পেপার ও খান ব্রাদার্স।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ৪৩.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৫৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১৪১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৪১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে ৩ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এসবি