স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩৬৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২২৯৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯৬০ কোটি ৭৯ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১০টির, আর দর অপরিবর্তিত আছে ৫৪টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ফুয়াং ফুডস, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার এন্ড বোর্ড, শাইনপুকুর সিরামিকস ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২০.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৪৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৭২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৬১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছিল ৪০ কোটি ৪১ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ও সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম//