দিনশেষে লেনদেন ও সূচকের বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১০.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৯১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৫৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭১ কোটি ৫২ লাখ টাকা। গত মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৬৪ কোটি ৪১ লাথ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩১১টির আর অপরিবর্তিত আছে ৪৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –সী পার্লস, গ্রামীণফোন, ওরিয়ন ইনফিউশন, অগ্নি সিস্টেমস, বিচ হ্যাচারি, জেমিনী সী ফুডস, সোনালী পেপার এন্ড বোর্ড, ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক ও ক্রিষ্টাল ইন্স্যুরেন্স।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএএসপিআই সূচক ৫০.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৫৬৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ১৪২টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৮৫ লাখ টাকা। গত মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৭ লাখ টাকার।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডিবিএইচ ফাইন্যান্স ও আমান কটন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *