স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৪.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯২৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫০ কোটি ১৬ লাখ টাকা। গত রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩০৪ কোটি ১০ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১০টির আর অপরিবর্তিত আছে ৭৬টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, বিএসসি, স্তয়ার ফার্মা, একমি ল্যাব, জিপিএইচ ইস্পাত, সায়হাম কটন, বেক্স ফার্মা, রবি আজিয়াটা, এসোসিয়েটেড অক্সিজেন ও এনআরবি ব্যাংক।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ৭৪.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫০৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৫৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৭৫ লাখ টাকা।গত রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫ কোটি ৭০ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জিপিএইচ ইস্পাত ও ইনডেক্স এগ্রো।
স্টকমার্কেটবিডি.কম/এসবি