দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ২৭৫ কোটি ৯৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।
এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫০৬ পয়েন্টে। আর ডিএসই সূচক ৯.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০১২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৩.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৪৮ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৩টির। আর দর অপরিবর্তিত আছে ৫৪ টির দর।
দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে –স্কয়ার ফার্মা, সায়হাম কটন, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, ড্যাফোডিল কম্পিউটারস, ডাচ বাংলা ব্যাংক, নিউ লাইন ক্লোথিংস, লাফার্জ হোলসিম ও বিএটিবিস লিমিটেড।
এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৯০ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮ টির, কমেছে ১৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির শেয়ার দর।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল সোমবার সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৬৭ লাখ টাকা।
সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে জিপিএইচ ইস্পাত কমপ্লেক্স ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড