স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচকই কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কম হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের প্রথম কার্যদিসে রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৪০৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩২৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯৫ কোটি ৭৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১০৪৬ কোটি ৬৩ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৮২টির, আর দর অপরিবর্তিত আছে ৩৮টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, শাইনপুকুর সিরামিকস, আরএকে সিরামিকস, সাইফ পাওয়ারটেক, জেএমআই হসপিটাল রিকুইজিটি, আনোয়ার গ্যালভানাইজিং, আইপিডিসি, ফুয়াং ফুডস ও ওরিয়ন ফার্মা লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৯.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮৬৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৯৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ১৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৭ কোটি ৩৩ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল ও ইবনে সিনা ফার্মা লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম//