স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের তৃতীয় দিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক .৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯২৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৪৩ কোটি ৫৬ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৬শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৩টির আর অপরিবর্তিত আছে ৫৯টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – রবি আজিয়াটা, ওরিয়ন ইনফিউশন, সান লাইফ ইন্স্যুরেন্স. পেপার প্রসেসিং, জিপি, আরডি ফুডস, বিএসসি, বিএটিবিসি, বিচ হ্যাচারি ও মিডল্যান্ড ব্যাংক।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ৩২.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৪৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৮১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪০টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৯৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে ২ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা।
স্টকমার্কেটবিডি.কম/এসবি