প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষে লেনদেনের অপেক্ষায় থাকা দুই কোম্পানিকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। অনুমোদন পাওয়া কোম্পানি দুটি হলো- ন্যাশনাল ফিড মিলস লিমিটেড ও সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
আজ মঙ্গলবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিগুলোকে তালিকাভুক্তির এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ন্যাশনাল ফিড গত ২৭ নভেম্বর আইপিও লটারির ড্র সম্পন্ন করেছে। এই কোম্পানির আইপিওতে ৪৫গুণ বেশি আবেদন জমা পড়ে। কোম্পানিটি ১৮ কোটি টাকার শেয়ার ইস্যুর জন্য আবেদন করেছিল। এর বিপরীতে ৮১৩ কোটি ২৫ লাখ টাকার আবেদন জমা পড়েছে।
অন্যদিকে সিঅ্যান্ডএ টেক্সটাইল গত বছরের ১১ ডিসেম্বর আইপিও লটারির ড্র শেষ করেছে। এই কোম্পানির আইপিওতে ৪৫ কোটি টাকার বিপরীতে ৮৭৮ কোটি ৭১ লাখ টাকার আবেদন জমা পড়েছে; যা কোম্পানির চাহিদার ১৯ দশমিক ৫২ গুণ বেশি আবেদন।
সিএন্ডএকে ৪৫ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে