দেশের বাজারে বাড়ল সোনার দাম

স্টকমার্কেবিডি প্রতিবেদক :

দেশের বাজারে টানা কয়েক দফা কমার পর ফের বাড়তে শুরু করেছে সোনার দাম। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম তিন হাজার ৫৫৭ টাকা বেড়ে এক লাখ ৫১ হাজার ৯০০ টাকা হয়েছে। আগামীকাল বুধবার থেকে সোনার নতুন এ দর কার্যকর হবে।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্য বৃদ্ধির তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২৪ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ২ হাজার ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *