শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্সে নতুন মেশিন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা বোর্ড। এ লক্ষ্যে কোম্পানিটি ২ কোটি টাকা বিনিয়োগ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সিদ্ধান্ত অনুযায়ী ৫০ লুম বিশিষ্ট স্যাকিং মেশিন এবং এনসিলারি মেশিন স্থাপন করা হবে। বিদ্যমান নাজুক অবস্থা কাটিয়ে উঠার লক্ষ্যে নতুন মেশিন স্থাপন করা হবে বলে জুট স্পিনার্সের পক্ষ থেকে জানানো হয়েছে।
জুট স্পিনার্স ১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর পরিশোধিত মূলধন ১ কোটি ৭০ লাখ টাকা। বর্তমানে এ কোম্পানির লোকসান ৮ কোটি ৪৮ লাখ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর