স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৫০ কোটি টাকার বন্ডের বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার (০৯ নভেম্বর) আগারগাঁয়ে অবস্থিত কমিশন ভবনে বিএসইসির ৮৮৭তম কমিশন সভায় এই বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এটি একটি আন-সিকিউর ও কূপন বেরিং বন্ড। বন্ডের অর্থ দিয়ে কোম্পানিটি ঋণ পরিশেধ করবে।
এই বন্ডের কুপন হার ৮ থেকে ১০ শতাংশ। বন্ডের প্রতি লটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা করে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। আর এ্যারেঞ্জার হিসাবে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।
এই বন্ডটি অলটারনেভিভ ট্রেডিং বন্ড হিসাবে তালিকাভুক্তি হবে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি