প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নীতিমালা পরিবর্তন করে নারীদের জামানতবিহীন ঋণ দিচ্ছে উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্য অর্জনে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। এ জন্য শিল্প উৎপাদন ও ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে ‘নারী উদ্যোক্তা : প্রতিবন্ধকতা উত্তরণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন প্রিজম প্রকল্পের আওতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতি (ওয়েব) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
শিল্পমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশের অবস্থান কিছু দিন আগেও সন্তোষজনক ছিল না। নারীরা অবহেলিত ছিল এবং নারী উদ্যোক্তারা ব্যাংক ঋণ পেত না। কোনো কোনো ব্যাংক ঋণ দিতে রাজি হলেও জামানত ছাড়া ঋণ মিলত না।
তিনি বলেন, সেই দিন বদলে গেছে। এখন আর সেই ‘কালচার’ নেই। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নীতিমালা পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে নারী উদ্যোক্তাবান্ধব দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। ফলে এসএমই খাতে ঋণ প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ছে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক চলতি বছর ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের ১ লাখ ৩ হাজার ৫৯২ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠাগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে।
শিল্পমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেসব শিল্পনগরী কিংবা শিল্পপার্ক স্থাপন করা হবে, সেগুলোতেও নারী উদ্যোক্তারা অগ্রাধিকারভিত্তিতে প্লট বরাদ্দ পাবেন। সরকারের গৃহীত এসব উদ্যোগের ফলে দেশে ইতোমধ্যে প্রায় ১০ লাখ এসএমই উদ্যোক্তা গড়ে উঠেছে। এসব এসএমই শিল্প জিডিপিতে শতকরা ২৩ ভাগ এবং মোট শিল্প কর্মসংস্থানে শতকরা ৮০ ভাগ অবদান রাখছে।
শিল্পমন্ত্রী আরও বলেন, আমাদের গৌরবময় তৈরি পোশাক শিল্পখাতে কর্মরত শতকরা ৮০ জনই নারী। নারীদের কর্মসংস্থানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। গ্লোবাল জেন্ডার গ্যাপের প্রতিবেদন অনুযায়ী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম।
বিসিক চেয়ারম্যান মুস্তাক হাসান মোহাম্মদ ইফতেখারের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন- শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি মেনফ্রেড ফেরিনহোলজ এবং ওয়েবের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্স ফেলো ড. নাজনিন আহমেদ।
স্টকমার্কেটবিডি.কম//মোহন/এমএম