ইরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত রিয়ু জিয়ং-হিয়ুন বলেছেন, তেহরানের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করার পরও তার দেশের হুন্দাই কোম্পানি ইরান ছেড়ে যাবে না। তিনি বলেন, তার দেশ ইরানের বাজারের গুরুত্ব বুঝেই এ সিদ্ধান্ত নিয়েছে।
রাজধানী তেহরানে ইরানের চেম্বার অব কমার্সের প্রধান বাহমান আবদুল্লাহির সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইউরোপের অনেক কোম্পানি ইরান ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু কোরিয়ার কোম্পানিগুলো ঘোষণা করেছে যে, তারা ইরান থেকে যাবে না।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, কোরিয়ার কোম্পানিগুলো বুঝতে পেরেছে ইরানে বাজার কতটা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমাদের সম্পর্ক বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রভাবিত কিন্তু বাস্তবতা হচ্ছে ব্যক্তি-খাত এই নিষেধাজ্ঞার বাইরে থাকার কারণে দক্ষিণ কোরিয়ার জন্য তা ভালো সুযোগ বয়ে আনবে।
দক্ষিণ কোরিয়ার এ কূটনীতিক সিউল-তেহরান সম্পর্কের প্রশংসা করে আরও বলেন, এ সম্পর্ক দ্বিপক্ষীয় বাণিজ্যেরও বাইরে বিস্তৃত।
ইরান চেম্বারের প্রধান বলেন, তেহরান আশা করে দক্ষিণ কোরিয়া হবে ইরানের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার এবং ইরানে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।
স্টকমার্কেটবিডি.কম/জেড/এ