নৌপরিবহন খাত আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তার লাভ করেছে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপরিবহনের ক্ষেত্রে বর্তমান সরকার বিগত ১০ বছরে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ফলে এ খাতের বিস্তৃতি দিন দিন বাড়ছে। নৌপরিবহন শুধু অভ্যন্তরীণ খাতেই নয় আন্তর্জাতিক খাতেও এর যোগাযোগ বাড়ছে। গত ২৯ মার্চ ঢাকা- কলকাতা-ঢাকা রুটে ক্রুজ সার্ভিস চালু হয়েছে।
বুধবার সদরঘাট লঞ্চ টার্মিনালে সালাম শিপিং লাইন্স লিমিটেড-এর বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ‘এম.ভি. মানামী’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সালাম শিপিং লাইন্স লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. শাহে আলম মুরাদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম।
স্টকমার্কেটবিডি.কম/এম/জেড