স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শেয়ারবাজার প্রকৌশল খাতের কোম্পানি তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার লিমিটেডকে ৩০০ কোটি টাকার বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৮১৩তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মো: রেজাউল করিম স্বাক্ষরিত এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানাে হয়।
এটি একটি ফুলি রেডিমেবল নন কনভার্টেবল জিরো কুপন বন্ড। এই বন্ডের অভিহিত মূল্য ধরা হয়েছে ৪০৮.৯৫ কোটি টাকা। বন্ডের নন্যুতম সাবস্ক্রিপশ হবে ৩০০০ টাকা করে।
বন্ডটির ট্রাস্টি হিসাবে বাংলাদেশ ফাইন্যান্স এবং এরেন্জার ও এডভাইজার হিসেবে কাজ করছে রিভার স্টোন ক্যাপিটাল লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/বি