ন্যূনতম মজুরি কার্যকরসহ শ্রমিক ফেডারেশনের ৪ দাবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের সব কারখানায় ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর করাসহ ৪টি দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার (৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক ইসমেত জেরিন।

তিনি বলেন, ২০১৮ সাল থেকে ২০২৩ এই পাঁচ বছরে মুদ্রাস্ফীতি যে হারে বেড়েছে, সেই প্রেক্ষিতে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা দাবি করেছিলাম শ্রমিকদের ২৩ হাজার টাকা মজুরি দেওয়া হোক। কিন্তু আমাদের দাবি মানা হয়নি। সেই দাবিতে আমরা এখনো অনড়।

ইসমেত জেরিন আরও বলেন, এই দাবি প্রকাশ করতে গিয়ে ৪ জন শ্রমিক নিহত হয়েছেন, অসংখ্য শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তারা এখনো তাদের স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসতে পারেননি। প্রায় ৪০টির অধিক মামলা হয়েছে। এসব মামলায় নামে-বেনামে ২০ হাজারের বেশি শ্রমিককে আসামি করা হয়েছে। এর মধ্যে ১২০ জন শ্রমিক জেল খেটেছেন। অসংখ্য শ্রমিককে চাকরিচ্যুতি করাসহ কালো তালিকাভুক্ত করা হয়েছে। যারা এখনো কোথাও চাকরি নিতে পারছেন না।

ঘোষিত বাজেটেও গার্মেন্টস শ্রমিকদের মূল্যায়ন হয়নি জানিয়ে ইসমেত জেরিন বলেন, ঘোষিত বাজেটেও দেশের অর্থনীতির চালিকা শক্তি গার্মেন্টস শ্রমিকদের বিষয়টি বিবেচনা করা হয়নি। তাই আমরা জোর দাবি করছি যে, যারা দেশের ৮৪ শতাংশ রপ্তানি পণ্য উৎপাদন করে, যাদের শ্রমে-ঘামে দেশ চলে তাদের জন্য রেশনিং ব্যবস্থা চালু ও ঘোষিত নিম্নতম মজুরি পুনর্বিবেচনা করে সকল শ্রমিকদের জন্য একই হারে মজুরি দিতে হবে।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উত্থাপিত দাবিগুলো হলো:

১. পোশাক শিল্পের সকল শ্রমিকদের জন্য অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

২. ঘোষিত নিম্নতম মজুরি সকল পর্যায়ের শ্রমিকদের সমহারে (৫৬.৭%) বৃদ্ধি করতে হবে।

৩. সকল কারখানায় ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর করতে হবে।

৪. চাকরিচ্যুত শ্রমিকদের বিজিএমইএ নিয়ন্ত্রিত বায়োমেট্রিক ডাটাবেজে অন্তর্ভুক্ত করে পুনরায় চাকরি পাওয়ার ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে এবং বিজিএমইএ প্রণীত ও এককভাবে নিয়ন্ত্রিত বায়োমেট্রিক ডাটাবেজে সরকারি তদারকি নিশ্চিত করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *