শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেড ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) মধ্যে ৯৮ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের দুটি চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, প্রকল্প দুটি হলো পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ রাজশাহী ও রংপুর বিভাগ কর্মসূচি-২। চুক্তি মোতাবেক দুটি প্রকল্পে মোট ৯৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৯৩৫ টাকার মূল্যের বিভিন্ন পণ্য সরবরাহ করবে প্রকল্প পরিচালক বিবিএস।
এই দুটি প্রকল্পের জন্য পৃথকভাবে ৪৭ কোটি ৯৪ লাখ ২২ হাজার ৩৩৫ টাকার মূল্যের ও ৫০ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৬০০ টাকার মূল্যের পণ্য প্রদান করতে পারবে কোম্পানিটি। এই চুক্তি সম্পন্নের পর থেকে চার মাসের মধ্যে কোম্পানিকে পণ্যগুলো সরবরাহ করতে হবে।
বিবিএস বিবিএস ক্যাবলস লিমিটেডের ১৬.৩৩ শতাংশ মূলধন ধারণ করে। এই প্রকল্প দুটি সম্পন্নের ফলে কোম্পানির মুনাফায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
স্টকমার্কেটবিডি.কম/মোদক.