পাটকলগুলো ব্যক্তি খাতে দেওয়ার পরিকল্পনা রয়েছে : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকারি ব্যবস্থাপনায় পাটকল চালুর ক্ষেত্রে কেবল হাজার কোটি টাকা লোকসান ছাড়া দীর্ঘমেয়াদে ফলপ্রসূ কিছুই হয়নি। তাই সরকারের মালিকানায় থাকা জুট ও টেক্সটাইল মিলস ব্যক্তি খাতে ছেড়ে দেওয়ায় পরিকল্পনা রয়েছে।

আজ সোমবার দুপুরে খুলনায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ পাটকল করপোরেশনের দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, দেশে বিদ্যমান সব পাটকল চালু রাখতে বছরে প্রায় ৪০ লাখ টন পাটের প্রয়োজন। কিন্তু দেশে পাটের উৎপাদন কেবল ১২ লাখ টন। উপরন্তু সারা বিশ্বে বার্ষিক পাটের উৎপাদন মাত্র ২৫ লাখ টন। সেক্ষেত্রে কেবল পাট দিয়ে এত প্রতিষ্ঠান চালু রাখা বাস্তবসম্মত নয়। তাই পাটকলগুলো বেসরকারি খাতে লিজ (ইজারা) দেওয়ার ক্ষেত্রে শর্ত শিথিল করে পাটভিত্তিক শিল্পের পাশাপাশি অন্য শিল্প কারখানা স্থাপনের সুযোগ রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, খুলনার দৌলতপুর জুট মিলটি বেসরকারি উদ্যোগে চালু হওয়ায় প্রায় সাতশ লোকের কর্মসংস্থান হয়েছে এবং ক্রমান্বয়ে আরও তিন হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ধরনের সফল উদ্যোগ ও বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের পথ খুলে যাবে।

উপদেষ্টা জানান, মিলটিতে বেসরকারি উদ্যোগে পাটপণ্য এবং জুতার উৎপাদন একসঙ্গে চালু রেখে ইতিবাচক ও লাভজনক প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ সরকারিভাবে বাস্তবায়ন ততটা ফলপ্রসূ হয় না।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *