পোশাকের ক্রয়াদেশ কমেছে আশঙ্কাজনক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের তৈরি পোশাকশিল্প হঠাৎ করেই উদ্বেগজনক পরিস্থিতির মুখোমুখি। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার চাপ, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আরও দুঃসংবাদ হলো, চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে পোশাক রপ্তানির ক্রয় আদেশ (ইউডি) ৪২ শতাংশ কমে গেছে, যা গত ১৪ মাসের মধ্যে সবচেয়ে বড় পতন।

রপ্তানি আদেশের প্রবণতা নির্ধারণে ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) গুরুত্বপূর্ণ নির্দেশক। রপ্তানি আদেশ পাওয়ার পর শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির জন্য এই সনদ নিতে হয়। তৈরি পোশাকশিল্পের কাঁচামাল আমদানির অনুমোদন দিয়ে থাকে বিজিএমইএ এবং নিট পোশাক শিল্পের জন্য বিকেএমইএ, যা মূলত রপ্তানি বাজারের প্রস্তুতির প্রতিফলন হিসেবে কাজ করে। সেই ইউডি পরিসংখ্যান বলছে, ঢাকা অঞ্চলে ইউডি ৩৭ শতাংশ কমেছে এবং চট্টগ্রাম অঞ্চলে এই হার ৪২ শতাংশ কমে গেছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ঢাকার উদ্যোক্তারা ১৮৫ কোটি ৩৩ লাখ ডলারের সমমূল্যের ইউডি নিয়েছেন, যা জানুয়ারির তুলনায় ৩৭ শতাংশ কম। চট্টগ্রাম অঞ্চলের উদ্যোক্তারা ১১ কোটি ডলারের সমমূল্যের ইউডি নিয়েছেন, যা জানুয়ারির তুলনায় ৪২ শতাংশ কম। এই পরিসংখ্যান দেখে অনেক বিশেষজ্ঞ এবং শিল্পমালিকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে, এই সংকটের মধ্যেও কিছু ইতিবাচক দিক রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেড়ে ২৩ দশমিক ৫৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে সামগ্রিক রপ্তানি আয় ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ২৮ দশমিক ৯৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছর ছিল ২৫ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। এটি সামগ্রিকভাবে রপ্তানি খাতের ইতিবাচক প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *