শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ ডিসেম্বর, রোববার অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো: প্যারামাউন্ট টেক্সটাইল ও হাক্কানি পাল্প। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন সকাল ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউজ#১৯, রোড#৭, গুলশান, ঢাকাতে প্যারামাউন্ট টেক্সটাইলের এজিএম এবং হাক্কানি পাল্পের এজিএম একই দিন সকাল ১১টায়, ইডেন গার্ডেন কমিউনিটি সেন্টার, হালিশহর, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
কোম্পানি দুটির এজিএম এ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন হতে পারে।
এর আগে ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্যারামাউন্ট টেক্সটাইল ১৫ শতাংশ স্টক এবং হাক্কানি পাল্প ৫ শতাংশ নগদ (পাবলিক শেয়ারহোল্ডারদের জন্য) ও ৩ শতাংশ নগদ (স্পন্সারদের জন্য) ঘোষণা করে।
লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত কারণে প্যারামাউন্ট টেক্সটাইলের রেকর্ড ডেট ছিলো ৯ নভেম্বর আর হাক্কানি পাল্পের রেকর্ড ডেট ছিলো ১০ নভেম্বর।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/সি