শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের পরিচালনা সভা চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারী-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৬১ পয়সা।
একই বছরে প্রথম ৯ মাসে (জুলাই ১৬ – মার্চ ১৭) সর্বমোট ইপিএস দাঁড়িয়েছে ১.৪৫ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ১.৮৬ টাকা।
এ বছরের ৯ মাসে কোম্পানিটির ন্যাভ দাঁড়িয়েছে ১৬.৭৮ টাকা। যা গত বছর ৩০ জুন সময়ে ছিল ২৭.৮৭ টাকা।
এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৮১ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/কেএস