জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের এক ঘোষনা মিডিয়ার প্রচারিত হবার পর শেয়ারবাজারে হুমড়ি খেয়ে পড়েন বিনিয়োগকারিরা।
গতকাল এই ঘোষণায় দেশটির প্রধানমন্ত্রী বিক্রয় কর বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করার ঘোষনা দেন।
এদিন জাপানের সবগুলো শেয়ারবাজারে সুচক ছিল উর্দ্ধমুখী। তবে ৭ বছরের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌছেচে Nikkei. এদিন Nikkei শেয়ার ইন্ডেক্স ০.৪% বেড়ে ১৭১৯৭.০৫ পয়েন্টে পৌছায়। যা ২০০৭ সালের পর সুচকের সর্বোচ্চ অবস্থান।
প্রাতিষ্ঠানিক খাতের মধ্যে J.Front Retailing Co এর সুচক বেড়েছে ৩.১ শতাংশ , Takashimaya ২.৯ % এবং Marui Group এর সুচক বেড়েছে ৩.২ শতাংশ।
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর