প্রস্তাবিত ভ্যাট হার কামানোর ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী

muhitনিজস্ব প্রতিবেদক :

মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট হার কামানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আগামী জুলাই থেকে যে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন কার্যকর হওয়ার কথা রয়েছে, তাতে ভ্যাটের হার স্বস্তিদায়ক করে নির্ধারণ হবে। এজন্য আইনটির কিছুটা সংশোধন করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) গতকাল বুধবার মূসক অনলাইন প্রকল্পের ‘মোবাইল হেল্প ডেস্ক’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তবে এ হার কত শতাংশ হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে রাজি হননি অর্থমন্ত্রী।

ক্ষেত্রবিশেষে সংকুচিত হারে ব্যবসায়ীরা ভ্যাট তিন থেকে পাঁচ শতাংশ রাখার যে প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘রাবিশ। মাই অনলি কমেন্ট ওন দিস প্রপোজাল ইজ রাবিশ।’

ভ্যাট হার ‘স্বস্তিদায়ক’ করার চিন্তা আপনি করছেন বলে খবর আসছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, দ্যাটস অলরাইট। সেটাই যথেষ্ট। তবে হার কত হবে বলতে পারব না। সেটা বাজেটে বলব।’

নতুন ভ্যাট আইন সংশোধন হচ্ছে কি না এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘সংশোধন বলতে পারেন। আমি এরই মধ্যে বলেছি, ভ্যাট হার স্বস্তিকর অবস্থায় নেওয়ার চেষ্টা করা হবে।’

বিদেশিদের খুশি করার জন্য সম্পূরক শুল্ক তুলে দেওয়া হচ্ছে বলে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেনÑসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘যারা এমন মন্তব্য করেছে, তারা রাবিশ।’

এদিকে ভ্যাট হার কমিয়ে আশপাশের দেশগুলোর সঙ্গে সমন্বয় করা হতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভ্যাটের গড় যে হার রয়েছে, সে পর্যায়ে নামিয়ে আনা হতে পারে। বর্তমানে দক্ষিণ এশিয়ায় ভ্যাটের গড় হার ১২ শতাংশ বলে সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছিল সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। নতুন আইন সংশোধন করে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হতে পারে বলে জানা গেছে।

আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়িত হবে। ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধনে উৎসাহ প্রদানের জন্য এনবিআর চারটি বাসে ভ্রাম্যমাণ বা ‘ভ্যাট অনলাইন মোবাইল হেল্প ডেস্ক’ স্থাপন করেছে। এসব বাস প্রতিদিন ঢাকার বিভিন্ন মার্কেটের সামনে যাবে। বাসে ঢাকার ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা অনলাইনে ভ্যাট নিবন্ধনের জন্য ল্যাপটপসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রস্তুত থাকবেন। এছাড়া ঢাকায় আরও তিনটি ও চট্টগ্রামে দুটি এসি বাস নামানো হবে।

উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, এনবিআর সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) ও ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক মো. রেজাউল হাসান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *