শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর আইডিইবি ভবনে ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।
২০১৫ হিসাব বছরে ফিনিক্স ফিন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ১৮ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২০ টাকা ৭৬ পয়সা।
২০১৪ সালের জন্যও শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ফিনিক্স ফিন্যান্স। এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৫৫ পয়সা ইপিএস দেখিয়েছে ফিনিক্স ফিন্যান্স, আগের বছর একই সময়ে যা ছিল ৭৪ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এমআর