দাতব্য সংস্থার তহবিল গঠনের জন্য ফেসবুকের শেয়ার বিক্রি করেছেন মার্ক জাকারবার্গ। সাড়ে নয় কোটি ডলার মূল্যের নিজ মালিকানাধীন সাত লাখ ৬০ হাজার স্টক শেয়ার বিক্রি করেছেন তিনি।
জাকারবার্গের পক্ষে চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ হোল্ডিংস ও চ্যান জাকারবার্গ ফাউন্ডেশন এ শেয়ার বিক্রির সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। প্রতিটি শেয়ারের মূল্য পড়েছে ১২২ ডলার ৮৫ সেন্ট থেকে ১২৪ ডলার ৩১ সেন্ট।
২০১৫ সালের ডিসেম্বরে জাকারবার্গ ফেসবুকে তার মালিকানায় থাকায় শেয়ারের কিছু অংশ চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ-এ দান করে দেন। চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ হচ্ছে একটি লাভের লক্ষ্যে প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান, যার লক্ষ্য হচ্ছে- ‘নতুন প্রজন্মের সব শিশুর জন্য সমতা আনার প্রচারণা করা ও মানবজাতির সম্ভাবনা উন্নত করা’।
সম্প্রতি জাকারবার্গের দান করা ওই শেয়ারগুলো নগদ অর্থে পরিণত করা হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এমআর