প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য পক্রিয়াধীন বসুন্ধরা পেপারস মিলস লিমিটেডের কাট অফ প্রাইজ নির্ধারণ করার অনুমোদন দিয়েছে বিএসইসি। ইলেক্ট্রনিক্স বিডিংয়ের মাধ্যমে এই প্রাইজ নির্ধারণ করবে কোম্পানিটি।
আজ রবিবার কমিশনের ৬১০তম সভায় এই অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটি বুক বিল্ডিংয়ে শেয়ারবাজার থেকে ২০০ কোটি টাকা উত্তোলন করতে চায়। কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ করার উদ্দেশ্য নিয়ে শেয়ারবাজার থেকে অর্থ নিবে।
গত ৩০ জুন রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি সেন্টারে রোড শো’র আয়োজন করে কোম্পানিটি।
এই রোড শোতে স্বনামধন্য সব মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজ পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্য প্রতিষ্ঠানসমূহ অংশ গ্রহণ করে।
কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে ট্রিপল এ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আর রেজিস্ট্রার টু দি ইস্যু হিসেবে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/