বাংলাদেশকে সহযোগিতা করে যাবে আইএমএফ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলমান পরিস্থিতির মধ্যেও বাংলাদেশকে সহযোগিতা করে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। কঠোর আন্দোলনের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর পরই সংস্থাটি বাংলাদেশের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে এমন প্রতিশ্রুতি দেয়।

আইএমএফের এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, আইএমএফ বাংলাদেশের ঘটনাবলির দিকে নজর রাখছে।

‘প্রাণহানি ও মানুষের আহত হওয়ার ঘটনায়’ তারা গভীর দুঃখ প্রকাশ করেছে। ই-মেইলে পাঠানো ওই বিবৃতিতে মুখপাত্র আরো বলেন, ‘আমরা বাংলাদেশ ও দেশটির মানুষের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।’ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির চেষ্টাকে সমর্থন করার কথাও জানায় তারা।

আইএমএফ গত বছরের জানুয়ারিতে ৪৭০ কোটি ডলারের একটি ঋণ অনুমোদন দেয়।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *