বাংলাদেশের পাটপণ্য ১১৮ দেশে রপ্তানি হচ্ছে

azamস্টকমার্কেট ডেস্ক :

বর্তমানে বিশ্বের ১১৮টি দেশে বাংলাদেশের পাটপণ্য রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সাংসদ বেগম হোসেন আরা লুৎফা ডালিয়ার এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রীর পক্ষে তিনি এ তথ্য জানান।

মির্জা আজমের তথ্য অনুযায়ী, মিনারেল ওয়েল ট্রিটেড, অয়েল ট্রিটেড হেসিয়ান কাপড় এবং ব্যাগ, ভেজিটেবল অয়েল ট্রিটেড স্যাকিং কাপড় এবং ব্যাগ, সয়েল সেভার বা জিও জুট, পাটের বিভিন্ন প্রকারের সুতা, সিবিসি এবং পাটের শপিং ব্যাগ রপ্তানি করা হচ্ছে।

চট্টগ্রাম-৪ আসনের সাংসদ দিদারুল আলমের আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরে বিজেএমসির পাটকলগুলোতে পাটপণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট দুই লাখ ৫৬ হাজার ৪৬২ মেট্রিকটন। এ লক্ষ্যমাত্রা গত অর্থবছরের তুলনায় সাত হাজার ৭১৮ মেট্রিকটন কম।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *