বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান সৌদি বাণিজ্যমন্ত্রীর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরো সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল-কাসাবি। গত বুধবার রিয়াদে নিজ কার্যালয়ে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। তিনি এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানায়, সৌদি বাণিজ্যমন্ত্রী তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পারস্পারিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও বাণিজ্য সক্ষমতার বিষয়ে আন্তর্জাতিকভাবে প্রচার-প্রসারে গুরুত্বারোপ করেন।

মহামারি কাটিয়ে উঠে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন তিনি। সৌদি বাণিজ্যমন্ত্রী বলেন, এটি বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ। ভাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে।

মন্ত্রী ২০১৯ সালে তাঁর বাংলাদেশ সফরের উল্লেখ করে বলেন, তাঁর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে অদূর ভবিষ্যতে পৃথিবীতে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে দুদেশের মধ্যে নেওয়া সাম্প্রতিক উদ্যোগের বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। তিনি এ মাসের শেষে দুদেশের মধ্যে অনুষ্ঠিতব্য ১৪তম যৌথ কমিশন সভার বিষয়েও অবহিত করেন।

রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশ হতে সৌদি আরবে ১৩৭টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের বিষয়ে মন্ত্রীর সহায়তা কামনা করেন। মন্ত্রী এ বিষয়ে কার্যকরী সহায়তার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের মৎস্য, হালাল মাংস, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, ইলেকট্রনিক্স ও সিরামিক পণ্যের মতো অগ্রসর বিভিন্ন খাতের উল্লেখ করে সৌদি আরবে এসকল পণ্য আমদানি বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া দু পক্ষের মধ্যে বাংলাদেশে চলমান সৌদি বিনিয়োগ এবং এ বিষয়ে সৌদি প্রস্তাবের ওপরও বৈঠকে আলোচনা হয়।

রাষ্ট্রদূত ২০১৯ সালে তাঁর বাংলাদেশ সফরের সময় দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ প্রতিষ্ঠার বিষয়ে দু পক্ষের সম্মতির কথা উলেস্নখ করে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রীর সহায়তা চান। মন্ত্রী তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল পস্নাটফর্ম ব্যবহার করে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বি-পাক্ষিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি এবং বাণিজ্যিক সক্ষমতার বিষয়টি আন্তর্জাতিকভাবে কার্যকর প্রচার-প্রসারের বিষয়েও গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি এফবিসিসিআই ও ফেডারেশন অব সৌদি চেম্বার্স অ্যান্ড কমার্সের মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য একটি সমঝোতা স্মারক সাক্ষরের বিষয়টি চূড়ান্ত হয়েছে জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত সৌদি আরবের বাণিজ্যমন্ত্রীর কাছে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর দেওয়া সৌদি ব্যবসায়ী প্রতিনিধিসহ সফরের আমন্ত্রণ পৌঁছে দেন। বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুলস্নাহ আল-কাসাবি তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুটি ভাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের নুতন মাত্রা হিসেবে দ্বি-পাক্ষিক কার্যকর বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে পারস্পারিক সহায়তার আশ্বাস ব্যক্ত করে বৈঠক শেষ হয়। সভায় রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাস হতে মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা এবং ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *