স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশে স্টারলিংকের সেবা চালু করতে চায়। সে বিষয়েও কাজও শুরু হয়েছে।
এর মধ্যে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট সূত্রের বরাতে যুক্তরাজ্যভিত্তিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ সফরে আসতে পারেন স্টারলিংকের প্রতিষ্ঠাতা মার্কিন উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ ইলন মাস্ক।
সোমবার (১০ মার্চ) প্রকাশিত গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে ভালো বিনিয়োগের সুযোগ ও বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখতে পারেন, এমনটিই প্রত্যাশা করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ইলন মাস্ক বাংলাদেশ সফরে এলে বিষয়টি তার কাছে উপস্থাপনের কথাও জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, ‘ট্রাম্প একজন ডিলমেকার, তাই আমি তাকে বলছি, আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন।’
ইউনূস আরো বলেন, ‘যদি তিনি এমনটি না করেন, বাংলাদেশ কিছুটা মনোক্ষুণ্ন হবে।
তবে গণতান্ত্রিক প্রক্রিয়া থেমে থাকবে না।’
স্টকমার্কেটবিডি.কম////