স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বাগেরহাটে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপশাখা কে. আলি রোড মিঠাপুকুর পাড়ে আজ মঙ্গলবার ১৯ অক্টোবর, ২০২১ তারিখে উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মোসা: রিজিয়া পারভীন, বাগেরহাট ফাউন্ডেশনের সেক্রেটারি আহাদ উদ্দিন হায়দার, জেলা রেজিস্ট্রার মইনুল হাসান, সদর উপজেলা সাব-রেজিস্ট্রার হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভার্চ্যুয়াল প্লাটফরমে সংযুক্ত ছিলেন- ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও মোঃ মাসুদুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী, ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু বায়জীদ শেখ, আইসিসিডির প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে উপশাখার তত্ত্বাবধায়ক শাখা খানজাহান আলী মাজার শাখার ব্যবস্থাপক মাহমুদুর রহমান উজ্জ্বল এবং উপশাখার ইনচার্জ মো. আরমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টকমার্কেটবিডি.কম/