বাণিজ্যিক উৎপাদনে আসছে মসলিন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সোনালি ঐতিহ্যে ফিরেছে বাংলার মসলিন। আর এর ফলে দ্রুতই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে বাংলার সোনালি মসলিন বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

শনিবার সন্ধ্যায় রূপগঞ্জের তারাব এলাকার ঢাকাই মসলিন হাউস পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের একথা জানান তিনি।

বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ তাঁত বোর্ডকে মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেন। মসলিন উৎপাদনের প্রযুক্তি পুনরুদ্ধার করে বর্তমানে মসলিন তৈরি করা সম্ভব হচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে মসলিন শাড়ী দেখানো হয়েছে।

তিনি বলেন, ব্রিটিশ জাদুঘরে যে শাড়ীটি পাওয়া গিয়েছিলো সেটা ছিলো ৫০০ কাউন্ট। এখন ৭০০ কাউন্টের সুতো দিয়ে মসলিন শাড়ি তৈরি করা হচ্ছে। এই ঐতিহ্য আরও কিভাবে উন্নত করা যায় সরকার সে চেষ্টা করছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জের তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান প্রমুখ।

স্টকমার্কেটবিডি/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *