বারাকা পতেঙ্গার আইপিও আবেদন বাতিল করলো বিএসইসি

bsecনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ায়  শেয়ারবাজার থেকে মূলধন উত্তোলনের জন্য দুই কোম্পানির আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি ১৫ কোটি টাকা করে মোট ৩০ কোটি টাকা পুঁজি সংগ্রহের অনুমোদন চেয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কমিশন সূত্র জানিয়েছে, বারাকা পতেঙ্গা পাওয়ার কোম্পানিকে আইপিও আবেদন বাতিলের কথা জানিয়ে গতকাল চিঠি দিয়েছে বিএসইসি। নতুন আইপিও বিধিমালার আলোকে এ আবেদন বাতিল হয়েছে।

জানা গেছে, বারাকা পতেঙ্গা পাওয়ার কোম্পানি বারাকা অ্যাপারেলস নামের নতুন সহযোগী কোম্পানিতে বিনিয়োগের উদ্দেশ্যে আইপিওর অনুমোদন চেয়েছিল।

বিএসইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বারাকা অ্যাপারেলস একেবারে নতুন একটি কোম্পানি, যার বর্তমান পরিশোধিত মূলধন মাত্র ১০ লাখ টাকা। এছাড়া কোম্পানিটি গত ১ অক্টোবর কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার। কমিশনের কাছে নতুন এ কোম্পানিতে বিনিয়োগের জন্য আইপিওর পরিকল্পনা গ্রহণযোগ্য মনে হয়নি। এছাড়া বারাকা পতেঙ্গা পাওয়ার ও বারাকা অ্যাপারেলস কোম্পানির ব্যবস্থাপনা প্রায় অভিন্ন। এসব কারণে আইপিও আবেদনটি বাতিল হয়েছে।

বারাকা পতেঙ্গা পাওয়ারের পরিশোধিত মূলধন ৯৪ কোটি ৫০ লাখ টাকা। এর ৫১ শতাংশের মালিকানায় রয়েছে বিদ্যুত্ খাতের তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড। প্রাইভেট প্লেসমেন্টে কোম্পানিটি গত দুই বছরে ৩৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *