বারাকা পাওয়ারের সাথে ২ ইপিসি ঠিকাদারের চুক্তি

baraka-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের নিজ গ্রুপের ২ প্রতিষ্ঠানের ইপিসি ঠিকাদারি কাজ পেয়েছে। এলক্ষে এসব প্রতিষ্ঠানের সাথে আলাদা আলাদা চুক্তি স্বাক্ষর করেছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

চুক্তি অনুযায়ী, কর্ণফুলী পাওয়ার লিমিটেড ও বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেডের বিদ্যুৎকন্দ্রের ইপিসি (ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট ও কনস্ট্রাকশন) কাজগুলো সম্পন্ন করবে কোম্পানিটি।

এর মধ্যে কর্ণফুলী পাওয়ারের সঙ্গে কোম্পানিটির ৩ কোটি ৩৫ লাখ ডলারের এবং বারাকা শিকলবাহা পাওয়ারের সঙ্গে ২ কোটি ৮০ লাখ ডলার মূল্যের এই ইপিসি চুক্তি হয়েছে।

সম্প্রতি বারাকা পাওয়ারের বোড সভায় গ্রুপের দুই কোম্পানি কর্ণফুলী পাওয়ার লিমিটেড ও বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেডের সঙ্গে চুক্তি অনুমোদন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *