ডিএসইর অংশীদার হতে আগ্রহী চীনা কনসোর্টিয়ামের দুই সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কর্মকর্তাদের সঙ্গে।
চীনা প্রতিনিধি দলের সঙ্গে ডিএসইর পর্ষদ সদস্যরাও ছিলেন বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি শাকিল রিজভী জানিয়েছেন।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান সাংবাদিকদের জিজ্ঞাসায় বলেন, “বুধবার সকালে চীনা কনসোর্টিয়ামের প্রতিনিধি দল বিএসইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল।
“এটি কোনো পূর্বনির্ধারিত বৈঠক ছিল না। চীনা প্রতিনিধিরা কমিশনার ড. স্বপন কুমার বালার সঙ্গে সাক্ষাৎ করেছেন।”
ডিএসই কৌশলগত অংশীদার হিসেবে শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ সমন্বয়ে গঠিত চীনা কনসোর্টিয়ামকে নির্বাচন করেছে। তবে বিএসইসি এখনও এ বিষয়ে সিদ্ধান্ত দেয়নি।
ডিএসইর প্রস্তাবে চীনা কনসোর্টিয়ামের শর্তগুলো পর্যালোচনা শেষে বিএসইসির এক জরুরি সভায় সিদ্ধান্ত হয়, এটা অনুমোদনযোগ্য নয়।
বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থি শর্তাবলি প্রত্যাহার করা হয়েছে ডিএসই জানানোর পর তাদের সংশোধিত প্রস্তাব জমা দিতে বলেছে বিএসইসি।
সংশোধিত প্রস্তাব দাখিলে বিএসইসির শর্তের নানা দিক নিয়ে আলোচনার জন্য চীনা কনসোর্টিয়ামের প্রতিনিধি দল এখন ঢাকায় অবস্থান করছে।
স্টকমার্কেটবিডি.কম/এসটি