শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি বৃটিশ অ্যামেরিকান টোব্যাকো বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। আগামী ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ঘোষিত লভ্যাংশ প্রাপ্তির জন্য ৩ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই তারিখ পর্যন্ত যার হাতে শেয়ার থাকবে তিনি ঘোষীত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হবেন।
এদিকে কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদেরকে তাদের বিও হিসাব হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে। বলেছে তাদের ১২ ডিজিটের কর সনাক্তকরণ নাম্বারটি (টিআইএন) দেওয়ার জন্য।
যেসব শেয়ারহোল্ডার এখনও তাদের এখনো বিও হিসাব খুলেননি তাদেরকেও টিআইএনের তথ্য দিতে বলা হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিও হালনাগাদ ও টিআইএন জমা দিতে হবে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ