শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি অটোকারস লিমিটেডের শেয়ারের দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি কোম্পানিটির শেয়ারের দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে গতকাল ১৮ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৭ কার্যদিবসের প্রতিদিনই ধারাবাহিকভাবে শেয়ারটির দর বেড়েছে। এ সময়ে শেয়ারটির দর ২৪ টাকা ৯ পয়সা থেকে বেড়ে ৪০ টাকা ২ পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ১৫ টাকা ৩ পয়সা বা ৬১ দশমিক ৪৫ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই।
শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
স্টকমার্কেটবিডি.কম/বিএ