শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট পরিবর্তন করা হয়েছে। কোম্পানির রেকর্ড ডেট আগামী ২৩ জুলাই নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ১৪ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া অর্থবছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
বিডি সার্ভিসেসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর আগারাগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে .৩৮ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮.৬৬ টাকায়। শেয়ার প্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ১.৮৭ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/জেড