বিদায়ি অর্থবছরে ৬১ হাজার কোটি টাকার শুল্ক ছাড়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ি ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন পণ্য ও সেবায় ব্যবসায়ীদের ৬১ হাজার ৩২ কোটি টাকা শুল্ক ছাড় দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে সবচেয়ে বেশি শুল্ক ছাড় মিলেছে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে। এ খাতে ৯ হাজার ৬৫৬ কোটি টাকা অব্যাহতি দেওয়া হয়েছে। এর পরই ডিফেন্স স্টোরের জন্য ৫ হাজার ৫৮৪ কোটি টাকা ছাড় পেয়েছেন ব্যবসায়ীরা।

শুল্ক অব্যাহতি ২০২১-২২ অর্থবছরের তুলনায় বেড়েছে ৯ হাজার ১৫২ কোটি টাকা। ওই বছরে ৫১ হাজার ৮৮০ কোটি টাকা শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও স্থানীয় ব্যবসাকে সুরক্ষা দিতে অব্যাহতির পরিমাণ বাড়লেও বড় ধরনের ইতিবাচক প্রভাব বাজারে লক্ষ করা যায়নি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গত অর্থবছরে (২০২২-২৩) মোট ৩ লাখ ৭০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার মধ্যে আমদানি-রফতানি পর্যায়ে শুল্ক হিসেবে আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল ১ লাখ ১১ হাজার কোটি টাকা। আর অর্থবছর শেষে শুল্ক আহরণ হয় ৯২ হাজার ৭৩২ কোটি টাকায়। ঘাটতি ১৮ হাজার ২৬৮ কোটি টাকা। অর্থাৎ অব্যাহতি না দেওয়া হলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় করত এনবিআর।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *