স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
গণশুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুতের দাম ৬৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ায়নি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। সম্মেলনে সূচনা বক্তব্য দেন বিইআরসির সচিব খলিলুর রহমান।
বিইআরসি চেয়ারম্যান বলেন, ‘পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম পূর্ণ নির্ধারণ করা হয়নি।
আগের দামটিই অব্যাহত থাকবে। ‘ চেয়ারম্যান আবদুল জলিল আরো বলেন, ‘ভোক্তা পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রভাব বিশ্লেষণ ও পিডিবির আবেদনে তথ্যের অস্পষ্টতা থাকায় বিদ্যুতের দামবৃদ্ধির আবেদন বিবেচনা করা হয়নি। ‘
গত ১৮ মে বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার বৃদ্ধি নিয়ে বিইআরসিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। আইন অনুযায়ী গণশুনানির ৯০ কার্যদিবসের মধ্যে মূল্যসংক্রান্ত বিষয়ে ঘোষণা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। গণশুনানিতে বিপিডিবি বিদ্যুতের দাম ৬৯ শতাংশ বাড়িয়ে ইউনিট প্রতি ৮ টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করে।
বর্তমানে বিপিডিবির সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম গড়ে ৫ টাকা ১৭ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম////