স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমে তিন বছরে সর্বনিম্ন হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানায়, গত জানুয়ারি মাসে বিশ্ববাজারে খাদ্যশস্য, মাংসসহ বিভিন্ন পণ্যের দাম কমেছে, যা ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে সর্বনিম্ন। সংস্থা জানায়, গত মাসে খাদ্যপণ্যের সূচক কমে হয় ১১৮.০ পয়েন্ট, যা আগের মাসের ১১৯.১ পয়েন্ট থেকে ১ শতাংশ কম এবং এক বছর আগের একই সময়ের তুলনায় ১০.৪ শতাংশ কম।
এফএও জানায়, রপ্তানিকারক দেশগুলোর ব্যাপক প্রতিযোগিতার কারণে গত মাসে বিশ্ববাজারে গমের দাম কমেছে।
এ ছাড়া হ্যাম্পশায়ার অঞ্চলের দেশগুলো থেকেও সাম্প্রতিক সরবরাহ বেড়েছে। এর পাশাপাশি ভুট্টার দামও কমেছে। আর্জেন্টিনায় মৌসুম শুরু হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরবরাহ বেড়েছে। এর বিপরীতে গত মাসে চালের দাম বেড়েছে ১.২ শতাংশ।
থাই ও পাকিস্তানি উন্নত মানের চালের রপ্তানি চাহিদা বৃদ্ধি পেয়েছে ইন্দোনেশিয়ার বাড়তি ক্রয়ের কারণে।
অন্যদিকে গত মাসে ভোজ্য তেলের দাম ০.১ শতাংশ বেড়েছে ডিসেম্বর থেকে। যদিও এ দাম এক বছর আগের একই সময়ের তুলনায় ১২.৮ শতাংশ কম। দুগ্ধ পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।
তবে এ দাম এক বছর আগের একই সময়ের চেয়ে ১৭.৮ শতাংশ কম। গত মাসে মাংসের দাম কমেছে ১.৪ শতাংশ। এর মধ্য দিয়ে টানা সপ্তম মাস কমল মাংসের দাম। এর বিপরীতে বেড়েছে চিনির দাম। জানুয়ারিতে চিনির দাম বাড়ে ০.৮ শতাংশ।
স্টকমার্কেটবিডি.কম////